ছাত্রদের আন্দোলন এখন আর কোটার মধ্যে নেই: বাবুনগরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ০০:৫১| আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০১:২১
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন এখন আর কোটার মধ্যে সীমাবদ্ধ নেই। তাদের আন্দোলন এখন সহপাঠি হত্যার বিচার দাবিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক দোয়া মাহফিল অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও এমন নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদ ও নিন্দা ছড়িয়ে পড়েছে।

বাবুনগরী বলেন, হত্যাকারীর কাছে হত্যার বিচার চেয়ে কোনো প্রতিকার আসবে না। মিথ্যা আশ্বাসে প্রতারিত হবেন না। আজ ছাত্রহত্যার বিচারের দাবিতে দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ। এ আন্দোলনে আমাদেরও অকুণ্ঠ সমর্থন রয়েছে। আমরা রক্তে ভেদাভেদ করি না। ন্যায়ের পক্ষে এবং জুলুম-বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে নিহতরা শহীদ। আমি ছাত্রসমাজকে সাহসিকতার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

আল্লামা বাবুনগরী বলেন, হেফাজতে ইসলাম ও প্রতিবাদী আলেমসমাজকে দমিয়ে রাখার চেষ্টা এখনও চলমান। মিথ্যা মামলা-মোকদ্দমার বেড়াজালে ফেলে আলেমদের হয়রানি বন্ধ করতে হবে এবং তাদের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করতে হবে। ভয়ভীতি দেখিয়ে এবং হয়রানি করে নবীর উত্তরসূরিদের দাবিয়ে রাখা যাবে না।

এ সময় হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা হাফেজ হাবীবুল্লাহ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরীস, যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনীর, সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, কেন্দ্রীয় নেতা মুফতি মাহমুদুল হাসান গুনবী, মাওলানা মুহাম্মদ বাবুনগরী ও মুফতী ইসমাইল প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতিবন্ধী উন্নয়নে দেশব্যাপী ডাটা সংগ্রহ শুরু, সিলেট সেবাকেন্দ্রে পরিদর্শন টিম
সাংবাদিকতার গতিপথ পাল্টে দিয়েছে মোজো: কাদের গনি চৌধুরী
পৃথিবীর সকল মা ভালো থাকুক
অভিনেতা রাশেদ সীমান্তের ‘বউ নিখোঁজ’, সন্দেহ লন্ড্রি দোকানদার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা