সুনামগঞ্জের প্রধান সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ২০:৫৪

দফা দাবি আদায়, দেশব্যাপী শিক্ষার্থী হত্যা, গণগ্রেপ্তার শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার দুপুরে পৌর শহরের জাদুঘর প্রাঙ্গণ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুরাতন বাস স্টেশন এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা শান্তি প্রিয়ভাবে অধিকার আদায়ের লক্ষ্যে দাবি তুলেছিলাম, কিন্তু রাস্তায় দাঁড়াতেই পুলিশ শিক্ষার্থীদের উপর গুলি করছে। এখন আমরা একটা কথা বলে দিতে চাই আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথে থাকব।

এদিকে বিক্ষোভ মিছিল সমাবেশ চলাকালীন সময়ে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করলে পৌর শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকাটাইমস/০৩আগস্ট/পিএস

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :