বিক্ষোভে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি ফের শুরু
বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি ফের শুরু হয়েছে।
রবিবার বিচারপতি মুস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের আদালতে শুনানি চলছে মামলাটির। ওই বেঞ্চের আজকের কার্যতালিকায় ১০ নম্বরে ছিল সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন এবং আইনুন্নাহার সিদ্দিকার করা এ রিট মামলা।
এর আগে ৩১ জুলাই বেঞ্চের জুনিয়র বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নেওয়ায় শুনানি হয়নি।
আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে এবং ৬ সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় করা রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
(ঢাকাটাইমস/৩১জুলাই/এফএ)