শেষ রক্তবিন্দু দিয়ে শেখ হাসিনার পাশে থাকব: আব্দুর রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ১৬:৩৪| আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৬:৪০
অ- অ+

শেষ রক্তবিন্দু দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, সহিংসতা ও হুমকির বিরুদ্ধে রাজাকার-আলবদরের এক দফা মোকাবিলা করার জন্য রাজপথে থাকবে আওয়ামী লীগ এবং পেশাজীবীরা।’

রবিবার রাজধানীর খামার বাড়িতে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে শান্তি সমাবেশ ও মিছিলে তিনি একথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করে কোটা আন্দোলনের দাবিকে সরকার পতনের এক দফা দাবিতে নিয়ে গেছে, এরা মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত-বিএনপি।’

তিনি আরও বলেন, ‘আমরা শান্তি চাই, যারা সন্ত্রাস করবে তাদের শক্তভাবে মোকাবিলা করব।’

সমাবেশে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, যারা অর্থনীতিকে ধ্বংস করতে চায়, দেশকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে।

শিক্ষার্থীরা কারো খেলার পুতুল না হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় কৃষি মন্ত্রণালয়ের কর্মকতা-কর্মচারীরা শান্তি সমাবেশে যোগ দেন।

(ঢাকাটাইমস/০৪জুলাই/এলএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম
পদ্মা ব্যাংকের ১২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা