কুমিল্লায় সংঘর্ষে পুলিশ কনস্টেবলসহ নিহত ২

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ২০:০০| আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ২০:২৭
অ- অ+

কুমিল্লার দেবিদ্বার ও দাউদকান্দি উপজেলায় বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে এক পুলিশ কনস্টেবলসহ দুজন নিহত হয়েছেন।

রবিবার বেলা দেড়টার দিকে দেবিদ্বার আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

অপরদিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় সংঘর্ষে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।

দেবিদ্বারে নিহত যুবকের নাম আবদুল রাজ্জাক রুবেল (২৬)। তিনি দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

অন্যদিকে নিহত পুলিশ সদস্যের নাম এরশাদ মিয়া। তিনি দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ হাইওয়ের পুলিশের সদস্য।

প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভকারীরা বলেন, দেবিদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্বরে অবস্থান নেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ শতাধিক নেতাকর্মী। স্বাধীনতা চত্বর থেকে কিছুটা দূরে আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া হয়। গুলিবিদ্ধ হয়ে মারা যান যুবক আবদুর রাজ্জাক। এ ছাড়া দফায় দফায় ক্ষমতাসীন দলের অস্ত্রধারী নেতাকর্মীদের সঙ্গে পৌর এলাকার বিভিন্ন স্থানে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে। কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী এহসান বলেন, আজ বেলা দেড়টার দিকে নিহত যুবকের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

এদিকে ইলিয়টগঞ্জ হাইওয়ের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খায়রুল আলম বলেন, আন্দোলনকারীরা ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুরাতন ভবনে আগুন দেন। পরে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় আগুন দেন তারা। এর আগে পুলিশের একটি প্রাইভেটকার ও রেকারে আগুন দেওয়া হয়েছে। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশ কনস্টেবল এরশাদ মিয়াকে পিটিয়ে হত্যা করেছেন।

(ঢাকা টাইমস/০৪আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কমিউনিটি ব্যাংকের সঙ্গে হোটেল সারিনার ক্রেডিট কার্ড সেবা সংক্রান্ত ব্যবসায়িক চুক্তি 
মদিনা থেকে আসা বিমানের যান্ত্রিক ত্রুটি, রানওয়েতে আটকা
ভোলায় ৭ কোটি টাকার কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা