আজ স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম, ক্রিকেটার রুবেল হোসেনের পোস্ট

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৪, ২০:২৫
অ- অ+

নিজের বোলিং প্রতিভা দিয়ে জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছিলেন পেসার রুবেল হোসেন। তবে গেল কয়েক বছর ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন রুবেল।পিঠের ইনজুরির কারণে বেশ অনেকদিন ভুগেছিলেন তিনি। পরে মাঠে ফিরলেও আর ফেরা হয়নি জাতীয় দলের হয়ে। যদিও নিয়মিত খেলে যাচ্ছেন দেশের প্রায় সব ঘরোয়া টুর্নামেন্টে। এরই মাঝে রুবেল একটি সুসংবাদ দিয়েছেন।

এই তারকা পেসার দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। আজ (সোমবার) নিজের ফেসুবক পোস্টে তিনি নিজেই জানিয়েছেন এই খবর। সেখানে রুবেল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম।’

রুবেল-ইশরাত জাহান দোলার সংসারে এর আগে ছিল একটি পুত্র সন্তান। চলমান ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে মাঠ মাতিয়েছেন বাগেরহাটের এই পেসার। এছাড়া সবশেষ বিপিএলটা অবশ্য রুবেলের জন্য সুখকর ছিল না। খুলনা টাইগার্সের হয়ে মাঠে নেমে দলকে জেতাতে ব্যর্থ হন তিনি।

২০০৯ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের পর ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রুবেল হোসেন। ২০২২ সালে তিনি টেস্ট থেকে অবসর নেন। সাদা পোশাকে রুবেল পেয়েছেন ৩৬ উইকেট। এছাড়া ওয়ানডেতে ১২৯ এবং টি-টোয়েন্টিতে ২৮টি উইকেট তার ঝুলিতে আছে।

(ঢাকাটাইমস/০৫ আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জ ইস্যুতে গুজবে বিভ্রান্ত না হয়ে সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর
যাত্রাবাড়ীতে ৪৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ
নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত: বিএনপি
কক্সবাজারের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১ জন আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা