সংখ্যালঘুদের ওপর  হামলা করলে বহিষ্কারের হুঁশিয়ারি বিএনপি নেতার

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২৪, ২০:২৫| আপডেট : ১০ আগস্ট ২০২৪, ২০:৩৬
অ- অ+

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পরে দেশজুড়ে সংখ্যালঘুদের ওপর হামলা, বিরোধী মতের নেতাকর্মীদের বাসা-বাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠানে লুট ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী দল-বিএনপি। এসবের সঙ্গে কেউ জড়িত হলে তাকে দল থেকে বহিষ্কার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান কিরণ।

শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীর স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালুর ধানুকার বাসভবনে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শফিকুর রহমান কিরণ বলেন, যে মা তার সন্তান হারিয়েছে, সে বুঝে সন্তান হারানোর বেদনা কী? সে মায়ের বেদনা, কষ্ট আমরা নষ্ট হতে দেব না। ছাত্র গণঅভ্যুত্থানে এ দেশের মানুষ এখন আলো বাতাস গ্রহণ করতে পারছে। এদের রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দেব না। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১০আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা : ‘দেশে অলিগার্ক শ্রেণির প্রভাব দিন দিন বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক’
আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন: হাসনাত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা