সংখ্যালঘুদের ওপর হামলা করলে বহিষ্কারের হুঁশিয়ারি বিএনপি নেতার

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পরে দেশজুড়ে সংখ্যালঘুদের ওপর হামলা, বিরোধী মতের নেতাকর্মীদের বাসা-বাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠানে লুট ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী দল-বিএনপি। এসবের সঙ্গে কেউ জড়িত হলে তাকে দল থেকে বহিষ্কার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান কিরণ।
শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীর স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালুর ধানুকার বাসভবনে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
শফিকুর রহমান কিরণ বলেন, যে মা তার সন্তান হারিয়েছে, সে বুঝে সন্তান হারানোর বেদনা কী? সে মায়ের বেদনা, কষ্ট আমরা নষ্ট হতে দেব না। ছাত্র গণঅভ্যুত্থানে এ দেশের মানুষ এখন আলো বাতাস গ্রহণ করতে পারছে। এদের রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দেব না। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১০আগস্ট/পিএস)

মন্তব্য করুন