বগুড়ায় যুবদলের চার নেতাকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বগুড়ায় চার যুবদল নেতাকে তাদের নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (১০ আগস্ট) জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহাদত হোসেন সোহাগের সাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমের নির্দেশে তাদের সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
অব্যাহতি পাওয়া চার নেতা হলেন- বগুড়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান আলী রাঙ্গা, লাহিড়ীপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন সরকার, গোকুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বিপুল এবং শাজাহানপুর উপজেলা যুবদলের আহ্বায়ক নূর মোহাম্মদ।
(ঢাকাটাইমস/১০আগস্ট/পিএস)

মন্তব্য করুন