সোমবার শুরু হচ্ছে হাইকোর্টের বিচারিক কার্যক্রম, ৮ বেঞ্চ গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৪, ১৯:৫৩| আপডেট : ১১ আগস্ট ২০২৪, ২০:০৬
অ- অ+

হাইকোর্টের বিচারিক কার্যক্রম সোমবার থেকে সীমিত আকারে শুরু হবে। এ উদ্দেশে এরই মধ্যে হাইকোর্টের আটটি বেঞ্চ গঠন করে দিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

রবিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার সকাল সাড়ে দশটা থেকে হাইকোর্টের এই আটটি বেঞ্চে ফৌজদারি, দেওয়ানী, রিট এবং বিভিন্ন ধরনের আবেদনের শুনানি হবে। এর মধ্যে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বজলুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিট ম্যাটার শুনবেন।

বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. বশির উল্লাহর নেতৃত্বে দেওয়ানী মোকাদ্দমা শুনানি করবেন। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী শুনবেন সাকসেশনের মামলা।

বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ ভ্যাট ট্যাক্স সংক্রান্ত মামলা শুনবেন। বিচারপতি কামরুল হোসেন মোল্লা শুনবেন মানি লন্ডারিং সংক্রান্ত ফৌজদারি মামলা। বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ শুনবেন রিট।

এছাড়া বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনবেন ফৌজদারি মোশন। এছাড়া বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ শুনবেন দেওয়ানী মোকাদ্দমা।

এদিকে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম কবে শুরু হবে এ বিষয়ে কিছু বলা হয়নি এই প্রজ্ঞাপনে।

শনিবার আপিল বিভাগের সাত জনের মধ্যে ছয় জন বিচারপতি পদত্যাগ করেন। ফলে দুপুরে প্রধান বিচারপতি শপথ নেয়ার পর এখন আপিল বিভাগের বিচারপতির সংখ্যা মাত্র দুইজন।

এদিকে সুপ্রিম কোর্টের রীতি ও প্রথা অনুযায়ী, সোমবার সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

এর আগে শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন। পরে আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ করেন।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এমআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
জেফারের তীরে মিশ্র প্রতিক্রিয়া দর্শক-শ্রোতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা