বায়ান্ন-একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান বিচারপতি

১৯৫২ সালের ভাষা আন্দোলন ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সোমবার সকাল ৭টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে প্রধান বিচারপতি সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের উদ্দেশে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি।
শ্রদ্ধা নিবেদনকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শনিবার সন্ধ্যায় তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। রবিবার দুপুর ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনিযুক্ত প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন।
সৈয়দ রেফাত আহমেদ গত শনিবার দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। পরদিন রবিবার শপথ নেন তিনি।
(ঢাকাটাইমস/১২আগস্ট/এফএ)

মন্তব্য করুন