প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে যা বললেন গণশিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৬:৪২ | প্রকাশিত : ১২ আগস্ট ২০২৪, ১৬:০৭

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়।

সোমবার সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘একটা বিশেষ মুহূর্তে সরকার গঠিত হয়েছে, অস্থিরতা না কমলে বাচ্চাদের স্কুলে পাঠাবে না অভিভাবকরা। তাই সবার সাথে আলোচনা করে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হবে’।

গণমাধ্যমের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘মানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটাবো কাজের মাধ্যমে। প্রাথমিক শিক্ষা যেকোনও দেশের ভিত। এই মুহূর্তে শিক্ষার মানের উন্নয়ন ঘটাতে হবে। যেন শিক্ষার্থীরা সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে।’

প্রাথমিক শিক্ষার মানের উন্নয়নে কাজ করবেন জানিয়ে বিধান রঞ্জন বলেন, ‘মন্ত্রণালয়ের কাজটা বুঝবো, এরপর কাজ শুরু করবো। কর্মকৌশল ঠিক করে সবার সহযোগিতা নিয়ে কাজ করবো।’

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গত ১৬ জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়সহ দেশের সব স্কুল-কলেজ, মাদ্রাসা ও পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। একইসঙ্গে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দেয়। বন্ধ রাখা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও।

(ঢাকাটাইমস/১২আগস্ট/এমআর)

(ঢাকাটাইমস/১২আগস্ট/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

যৌথ অভিযান: দশ দিনে ১৪৪টি অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬৪

আমিরাত থেকে ফিরলেন আরও ২৬ জন, বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত

শীতল সম্পর্কের মধ্যে ড. ইউনূসের বলিষ্ঠ বক্তব্যে বিস্মিত ভারত

সম্পর্ক জোরদারে শনিবার ঢাকায় আসছে উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

সীমান্তে বৈঠক: বিজিবির কড়া প্রতিবাদে গুলি না করার প্রতিশ্রুতি বিএসএফের

সাংবাদিকদের বেতন কাঠামোসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১০০ দিনের কর্মপরিকল্পনা

জনগণের টাকা ফেরাতে বেসরকারি ব্যাংকের জন্য রোডম্যাপ হবে: রিজওয়ানা হাসান

উত্তম ব্যবহার ও যথাযথ আইন প্রয়োগে ট্রাফিক শৃঙ্খলা রক্ষার নির্দেশ ডিএমপি কমিশনারের

এই বিভাগের সব খবর

শিরোনাম :