অর্থ পাচারকারীদের ‘ঘুম হারামের’ হুঁশিয়ারি দিলেন নতুন গভর্নর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৬:২৮ | প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৪, ১৬:০২

দেশের অর্থ পাচারকারীদের ঘুম হারাম করার হুঁশিয়ারি দিলেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর। বলেন, ‘পাচার করা অর্থ ফেরত আনার সর্বোচ্চ চেষ্টা থাকবে। ফেরত না এলেও পাচারকারীরা শান্তিতে ঘুমাতে পারবে না।’

নতুন গভর্নর হিসেবে যোগদানের পর বুধবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এসে একথা বলেন আহসান এইচ মনসুর।

তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে যারা টাকা পাচার করেছে, তারা পৃথিবীর কোনো দেশেই সুখে-শান্তিতে ঘুমাতে পারবে না। দেশীয় আইনের পাশাপাশি আন্তর্জাতিক আইনেও তাদের নাজেহাল করা হবে।’

নতুন গভর্নর বলেন, ‘আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের বৈদেশিক মুদ্রার ঘাটতি আছে, এটা অস্বীকার করে লাভ নেই। এজন্য আমরা যতটুকু আমদানি করতে পারতাম, ততটুকু পারছি না। সেটার একটা প্রভাব তো বাজারে থাকবেই। তবে ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে আসবে।’

সংবাদ সম্মেলনে রিজার্ভ নিয়েও কথা বলেন গভর্নর। জানান, ‘আমাদের রিজার্ভের সংকট আছে। এই সংকট রাতারাতি যাবে না। আমাদের হিসাব করতে হবে বাজারে কতটুকু সরবরাহ দিতে পারি।’

তিনি বলেন, ‘রিজার্ভ যেটুকু মিনিমাম তা রাখতে হবে, অযৌক্তিক লেভেলে কমিয়ে দেওয়া যাবে না। তাহলে বাজারে আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে। আমদানিতে কোথায় কতটুকু ডলার দেওয়া যায়, তা দেখতে হবে।’

এসময় গভর্নর আশা প্রকাশ করেন, ‘চেষ্টা করলে কয়েক মাসের মধ্যেই রিজার্ভ বাড়ানো যাবে।’

এর আগে দেশের ক্ষমতার পালাবদলের মধ্যে গত ৯ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। তার অবর্তমানে দায়িত্ব পালন করেন ডেপুটি গভর্নর নূরুন নাহার।

এরপর মঙ্গলবার (১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে আর্থিক খাতের বিশ্লেষক ড. আহসান এইচ মনসুরকে চার বছরের গভর্নর নিয়োগ করার কথা জানানো হয়।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এজে)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :