ছাত্র আন্দোলনে আহতদের দেখতে ঢামেকে তারেক রহমানের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২৪, ০৮:৫৪| আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১১:৪২
অ- অ+

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি প্রতিনিধিদল।

বুধবার রাতে তারেক রহমানের নির্দেশে আহতদের চিকিৎসার সার্বিক খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান জিয়াউর রহমান ফাউন্ডেশন রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক ডা. শাহ মুহম্মদ আমান উল্লাহ।

তিনি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলে শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

এ সময় তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের খোঁজ নিতে পাঠিয়েছেন। তিনি সবসময় আপনাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। আমরা তার প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে এসেছি। আপনারা দ্রুত সুস্থ হোন এজন্য তারেক রহমানসহ সবাই দোয়া করছেন।”

এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. সামিউল আলম সোহান, ডা. মাহমুদুর রহমান নোমান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) কোঅর্ডিনেটর ডা. সাজিদ ইমতিয়াজ, ডা. এম আর হাসান, ডা. গাজী মাহমুদুল হাসান রুশো, ডা. সাকিব ইনতিসার, ডা. মেহেদী হাসান শুভ, ডা. রাসেল হোসেন, ডা. নাজেম, ডা. সৌরভ, ডা. নয়ন, ডা. মুজিবুল, ডা. তিতাস, ডা. ইফতেখার আলম, ডা. মীর সোহান, ডা. জোবায়েল আলম পাভেল প্রমুখ।

(ঢাকাটাইমস/২২আগস্ট/জেবি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শুভ বুদ্ধপূর্ণিমা আজ
যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ বাংলাদেশি
সোনার দাম কমলো, ভরি ১৭০৭৬১ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা