চাঁদপুরে ডাকাত সন্দেহে ৯ জন আটক

চাঁদপুরের মতলব উত্তরে ডাকাত সন্দেহে ৯ জনকে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার ভোরে উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
আটকরা হলেন- চাঁদপুর সদরের দক্ষিণ আশিকাটির (ব্যাপারি বাড়ি) মো. ইয়াকুবের ছেলে মো. শাখাওয়াত (২২), মতলব দক্ষিণের উত্তর উপাদীর (খান বাড়ি) মজিব খানের ছেলে মো. ফাহিম (২০), চাঁদপুর সদরের ধনপদ্দি গ্রামের মৃত ইব্রাহিম খানের ছেলে মেহেদী হাসান ইমন (২২), নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার লাহাপাড়ার আমিন উদ্দিনের ছেলে মো. আশিক (২৪), মতলব উত্তরের শিকারীকান্দি গ্রামের কামাল প্রধানের ছেলে মো. জামাল প্রধান (২৩), মোস্তফাপুরের বাবুল মুন্সির ছেলে মো. সাইফুদ্দিন রনি (২৪), কুমিল্লার দউিদকান্দি উপজেলার বিটেশ্বর গ্রামের সুশীল চন্দ্র দাসের ছেলে বিদ্যুৎ চন্দ্র দাস (২৯), মাইথারদিয়ার মৃত ধনু মিয়ার ছেলে মো. সোহাগ (২৬) ও চাঁদপুর সদর উপজেলার দাসদী (শেখ বাড়ি) গ্রামের বাবুল মোল্লার ছেলে আল আমিন (২৫)।
আটককৃতদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পর আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিনগত গভীর রাতে উপজেলাজুড়ে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন মসজিদের মাইকে জানিয়ে দেওয়া হয়। মধ্যরাতে দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় ৯ জনকে সন্দেহজনকভাবে মাইক্রোবাসে ঘোরাঘুরি করতে দেখে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের আচরণে সন্দেহ হলে সেনা বাহিণকে খবর দেয় স্থানীয়রা। তারা গিয়ে ৯ জনকে আটক করে থানায় নিয়ে আসেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘স্থানীয়রা সন্দেহজনক ৯ জনকে আটক করে থানায় সোপর্দ করে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’
(ঢাকাটাইমস/২৩আগস্ট/এজে)

মন্তব্য করুন