শ্রীপুরে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৪, ১৬:০০
অ- অ+

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিজ ঘর থেকে মুরাদ হাসান পারভেজ (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুরাদ হাসান পারভেজ উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগীরচালা গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে মুরাদের সঙ্গে পরিবারের লোকজনের সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর মুরাদ ঘরে গিয়ে শুয়ে পড়েন। সকালে তার কোনো সারা শব্দ না পেয়ে স্বজনেরা ঘরে খোঁজ নিতে যান। ঘরের বাইরে থেকে তাকে ডাকাডাকি করলেও ভেতর থেকে সারা দিচ্ছিলেন না মুরাদ। পরে শ্রীপুর থানায় খবর দেওয়া হয়। এক পর্যায়ে স্বজনদের সহায়তায় ভেতর থেকে বন্ধ দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন মুরাদের মা। তিনি দেখেন মুরাদ ওড়নায় ফাঁস লাগিয়ে ধরণার সঙ্গে ঝুলে আছেন। স্বজনেরা মুরাদকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার পুলিশ অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুস ছামাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ও পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

(ঢাকা টাইমস/২৫আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জবিতে পূর্ণাঙ্গ শাটডাউনের হুঁশিয়ারি শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে
চুয়াডাঙ্গায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে হাঁসুয়া দিয়ে হত্যা
১১৫ শতাংশ শুল্ক কমাতে সম্মত চীন ও যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-নেপাল-ভুটান-সেভেন সিস্টার্সের মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা