কুয়াকাটায় সাবেক দুই মেয়রকে আসামি করে বিএনপির মামলা

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৪, ১৮:৫৬
অ- অ+

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার সাবেক দুই মেয়রসহ আওয়ামী লীগের ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান সোহেল বাদী হয়ে পটুয়াখালীর মহিপুর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় শতাধিক অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ অক্টোবর কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আব্দুল বারেক মোল্লা এবং পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত কুমার মুখার্জির নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ক্যাডাররা বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে দেড় লক্ষ টাকার আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। আসামিরা রঙিন টিভি, সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান, মূল্যবান কাগজপত্র, আসবাবপত্র সহ আড়াই লক্ষ টাকার মালামাল লুট করে নেয়। নগদ ৬০ হাজার টাকা ও চেয়ার টেবিল লুট করে। এসময় আসামিরা বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার পর পর কুয়াকাটা পর্যটন এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। বিএনপির নেতা-কর্মীরা প্রাণ রক্ষায় দিগ্‌বিদিক ছুটতে থাকে।

এ বিষয়ে মামলার বাদী সাইদুর রহমান সোহেল জানান, আসামিরা ওই সময় ক্ষমতাসীন দলের প্রভাবশালী হওয়ায় মামলা দায়ের করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আব্দুল বারেক মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কুয়াকাটা পৌরসভার সদ্য সাবেক মেয়র মো. আনোয়ার হাওলাদার জানান, আমার নামে ষড়যন্ত্র করে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এ মামলা দায়ের করা হয়েছে।

মহিপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার মামলা দায়েরের সত্যতা স্বীকার করে জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনাজপুরের শালবনে মহাবিপন্ন ‘খুদি খেঁজুর‘ গাছের সন্ধান
মির্জাপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীর কালুখালী বাজারে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা
কোরবানির পশুর হাট সড়কে বসানো যাবে না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা