নোয়াখালীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, নামছে পানি

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৪, ২০:২৫
অ- অ+

নোয়াখালীর ৮টি উপজেলা ও ৭টি পৌরসভার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। উঁচু এলাকাগুলো থেকে নামতে শুরু করেছে পানি। তবে এখনো বেশিরভাগ নিচু এলাকায় হাঁটু থেকে কোমর পরিমাণ পানি রয়েছে। জেলায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এখনও পানি বন্দি প্রায় ২০ লাখ মানুষ।

এদিকে শুক্রবার ভোর থেকে জেলায় রৌদ্রোজ্জ্বল পরিবেশ বিরাজ করেছে। গত দুইদিন জেলার কোথাও বৃষ্টি হয়নি। ফলে বিভিন্ন উঁচু এলাকা থেকে এ পর্যন্ত এক ফুটের মতো পানি নেমেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এখনো নিচু এলাকার মানুষজন পানিবন্দি হয়ে আছেন।

স্থানীয়রা জানান, যেসব এলাকায় পানি নামতে শুরু করেছে সেসব এলাকায় ফুটে উঠছে বন্যার ক্ষত চিহ্ন। বেশিরভাগ সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। কোথাও কোথাও সড়কের কোনো অস্তিত্ব নেই বললেই চলে। মাটি সরে যাওয়ায় এমন অবস্থার তৈরি হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যার্তদের জন্য সরকারিভাবে ৫৯৩ মেট্রিক টন চাল মজুদ থাকলেও নগদ অর্থ, শুকনো খাবার, শিশু খাবার ও গো খাদ্যের কোনো মজুদ নেই। ৮টি উপজেলা ও ৭টি পৌরসভার এক হাজার ৩০৩টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় ৩ লাখ মানুষ।

এদিকে জেলায় বেড়েছে ডায়রিয়া ও সাপে কাটা রোগীর সংখ্যা। নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বন্যাকবলিত আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি আছেন প্রায় ৩০০ জন।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘ঝংকার’, জানুন কতদিন সক্রিয় থাকবে
আজ আবারও শাহবাগ ব্লকেড
শুভ বুদ্ধপূর্ণিমা আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা