শিক্ষাখাতে যৌথ অঙ্গীকার, চীনা শিক্ষার্থীদের ভিসা সহজে রাষ্ট্রদূতের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০০
অ- অ+
সোমবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে চীন রাষ্ট্রদূত সাক্ষাত করেন

শিক্ষাখাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বাংলাদেশের ভাষা ও সংস্কৃতি বিষয়ে আগ্রহী চীনা শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তি সহজ করতে বাংলাদেশে প্রতি আহ্বান জানিয়েছে দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎকালে বাংলাদেশের পক্ষ থেকেও শিক্ষা পদ্ধতি সংস্কারে চীনের সহায়তা এবং যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত হয়।

সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় দুই দেশের দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করা হয়।

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ চীনের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা ব্যবস্থার প্রশংসা করে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো সম্প্রসারণে কথা জানান।

এসময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, উভয় দেশের লক্ষ্য শিক্ষা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে মেধার উন্নয়ন ঘটানো। এ লক্ষ্যে চীন ও বাংলাদেশ যৌথভাবে কাজ করতে পারে।

চীনের আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের উৎসাহিত করার কথাও জানান চীনের রাষ্ট্রদূত। চীনা বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আগামী অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিতব্য উচ্চ শিক্ষা প্রদর্শনীতে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের ভাষা ও সংস্কৃতি বিষয়ে শিক্ষা গ্রহণে আগ্রহী চীনা শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তি সহজ করার বিষয়ে রাষ্ট্রদূত শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

(ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/টিটি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশে  নিষেধাজ্ঞা
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দুপক্ষের সংঘর্ষ, পুলিশের এসি-ওসিসহ আহত ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা