শ্রীপুরে পোশাক কারখানার শ্রমিকবাহী বাস উল্টে আহত ১১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২১
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নিচু জমিতে খাদে পড়ে ১১ শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালের দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার-শ্রীপুর সড়কের গণস্বাস্থ্য মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন তেলিহাটি ইউনিয়নের বিধায় গ্রামের ফিনিশিং অপারেটর রাহিমা আক্তার (২৫), আবদার গ্রামের শরিফা আক্তার (২৭), কাওরাইদ ইউনিয়নের লালপুকুর পাড় এলাকার ফিনিশিং সেকশনের সহকারী অপারেটর নিপা আক্তার (২৮), কাওরাইদ গ্রামের আনোয়ারা (৩০), মুন্নি (৩২), শরিফা আক্তার (৩০), বলদীঘাট গ্রামের নূরুল ইসলাম (৪০), হাসিনা আক্তার (৩০), জৈনা বাজার এলাকার লিলি আক্তার (২২), শ্রীপুর পৌরসভার মাধখলা এলাকার মাসুম (১৮), গফরগাঁও পাগলা গ্রামের ঝুমা আক্তার (৩৭), তারা প্রত্যেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

স্থানীয়রা জানান, তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া থেকে কটেক্স পোশাক কারখানার ২৫ জন শ্রমিকবাহী একটি বাস কাওরাইদ যাচ্ছিল। জৈনা বাজার-শ্রীপুর সড়কের গণস্বাস্থ্য মোড়ে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের নিচু জমিতে পড়ে উল্টে যায়। এসময় বাসে থাকা শ্রমিকরা ভয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা বাসের জানালার গ্লাস ভেঙে শ্রমিকদেরকে উদ্ধার করে। বাসটিতে বেশিরভাগই নারী শ্রমিক ছিল।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুদেব চক্রবর্তী বলেন, ‘সাইটালিয়া এলাকার কটেক্স পোশাক কারখানার ১১ জন শ্রমিক হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।’

তবে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, তিনি শ্রমিকবাহী বাস উল্টে যাওয়ার কোনো খবর পাননি।

(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মে মাসে ৫৯৭ সড়ক দুর্ঘটনায় ৬১৪ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি
সিরাজগঞ্জে স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা 
বিমানটি আছড়ে পড়ে মেডিকেল কলেজের হোস্টেলে, ৫ শিক্ষার্থী নিহত
ভারতে বিমান বিধ্বস্তের নেপথ্যে কি? যা জানা গেল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা