চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মানিককে শোকজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৩ | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৯
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করেছে দলটি।
রবিবার বিএনপির দপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে।
শোকজের বিষয়টি স্বীকার করে জেলা সভাপতি মানিক বলেন, “আমাকে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে শোকজের বিষয়টি জানানো হয়েছে। আমি আজ-কালের মধ্যেই উত্তর দেবো।”
মানিক বলেন, “দুপক্ষের কিছু ঝামেলা আমি মীমাংসা করতে গিয়ে এই বিব্রতকর অবস্থায় পড়েছি। আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আশা করছি, দল আমার জবাবে সন্তুষ্ট হবে।”
(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/এফএ)