হাবিপ্রবির প্রক্টরের দায়িত্বে ড. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শক ড.এমদাদুল

হাবিপ্রবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৭

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি) প্রক্টর হিসাবে অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক হিসাবে ড. মো. এমদাদুল হাসান দায়িত্ব পেয়েছেন।

রবিবার (৮সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত আলাদা আলাদা দুটি অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

পৃথক দুটি অফিস আদেশে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে নিযুক্ত অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ পদত্যাগ করায় তাকে অব্যাহতি প্রদান করা হল এবং তদস্থলে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা কে নিযুক্ত করা হল। অপর আরেকটি আদেশে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) পদে নিযুক্ত ড. মো. মাহাবুব হোসেন পদত্যাগ করায় তার উপর অর্পিত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে তদস্থলে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস.এম. এমদাদুল হাসান কে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক পদে নিযুক্ত করা হল।

প্রক্টরের দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বলেন," দায়িত্ব গ্রহণের প্রথমে আমি মহান সৃষ্টিকর্তার ওপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সাথে আমি তার কাছে রহম আশা করছি যাতে করে আমি এই দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করতে পারি। সেই সাথে এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর কাছে সহযোগিতা কামনা করছি। আমি বিশ্বাস করি সকলের সহযোগিতা ছাড়া এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা অসম্ভব। আমি আশা করি সবাই আন্তরিকভাবে আমাকে সেই সহযোগিতা করবে। শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা ও নিরাপত্তা যেকোনো চাওয়া পাওয়া নিয়ে আমি কাজ করবো। চাওয়া পাওয়ার অংশ হিসাবে সেশনজট, বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু ফি নিয়ে শিক্ষার্থীদের কথা রয়েছে আমি সেই সব বিষয় নিয়েও কাজ করার চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও জাতির বিবেক ক্যাম্পাসের সাংবাদিক সমিতির কাছেও আমি আশা করবো তারা আমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করবে। পরিশেষে, আমি আবারও আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে সাহায্য চাই,যেন আমি আমার প্ল্যান অনুযায়ী সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে সম্মানের সহিত যেন এই দায়িত্ব থেকে বিদায় নিতে পারি।"

ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের দায়িত্ব পাওয়া অধ্যাপক ড. এস.এম. এমদাদুল হাসান অসুস্থ হওয়ায় ঢাকায় অবস্থান করছেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এবং অধ্যাপক ড. এস.এম.এমদাদুল হাসান উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের শিক্ষক।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :