বরিশালে একযোগে চার থানার ওসিকে বদলি
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) একযোগে বদলি করা হয়েছে। সোমবার জারি করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, কোতোয়ালি মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমানকে সিআইডিতে, বন্দর থানার ওসি বিপ্লব কুমার মিস্ত্রিকে সিআইডিতে, কাউনিয়া থানার ওসি আসাদুজ্জামানকে পিবিআইতে এবং বিমানবন্দর থানার ওসি লোকমান হোসেনকে সিআইডিতে বদলি করা হয়েছে।
তবে এই চার থানায় নতুন কারা দায়িত্বে আসছেন সেটি জানা যায়নি।
নগর পুলিশের এক কর্মকর্তা বলেন, কয়েকদিন আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার বদলি হয়েছে। নতুন পুলিশ কমিশনার যোগদান করবেন শিগগিরই। কমিশনারের যোগদানের পরই বলা যাবে এই চার থানায় নতুন কারা যোগদান করবেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশে পুলিশ সংস্কার ও গণবদলি চলছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের চার থানার ওসি একযোগে বদলি পুলিশ সংস্কারের একটি অংশ বলেও জানান নগর পুলিশের এই কর্মকর্তা।
(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এজে)