নাইকো মামলার শুনানি আজ, সাক্ষীরা না এলে কি খালাস পাবেন খালেদা জিয়া?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৭| আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২
অ- অ+

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার শুনানি অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার।

গত ৮ সেপ্টেম্বর এ দিন ধার্য করেছিলেন আদালত। ওইদিন আদালতের বিচারক এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের সব সাক্ষীকে ১২ সেপ্টেম্বরের মধ্যে হাজির করতে দুদককে নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, নাইকো মামলায় মোট ৭০ জন সাক্ষী। তাদের মধ্যে কানাডার রয়্যাল মাউন্টেড পুলিশের দুই কর্মকর্তা কেবিন দুগ্গান ও লয়েড শোয়েপসহ পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে এবং একজনের চলমান।

এছাড়া মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম সম্পূর্ণ সাক্ষ্য দিয়েছেন। আর বাপেক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল বাকী আংশিক সাক্ষ্য দিয়েছেন।

ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান রবিবার এক আদেশে তদন্ত কর্মকর্তাসহ এই সাক্ষীদের ১২ সেপ্টেম্বরের মধ্যে হাজির করতে নির্দেশ দেন। ওইদিন সাক্ষীরা হাজির না হলে আদালত খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

৮ সেপ্টেম্বর মামলার ধার্য দিনে খালেদা জিয়ার অন্যতম আইনজীবী মো. জাকির হোসেন ভূঁইয়া মামলার সাক্ষীদের জবানবন্দি বন্ধের আবেদন করেন। অন্যদিকে দুদকের পক্ষে প্রসিকিউটর ফাতেমা খানম মিলা কোনো সাক্ষী সাক্ষ্য দিতে আদালতে হাজির না হওয়ায় সময় আবেদন করেন।

তখন আইনজীবী জাকির আদালতকে বলেন, গত তিনটি শুনানিতে প্রসিকিউশন কোনো সাক্ষীকে হাজির করতে ব্যর্থ হয়েছেন। এভাবে তারা আসামিদের হয়রানি করছেন। তাই সাক্ষীদের জবানবন্দি রেকর্ড বন্ধ করে আসামিদের খালাস দেওয়া হোক।

মামলা বৃত্তান্ত:

কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে ‘অস্বচ্ছ’ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করেছিল দুদক।

মামলাটি তদন্তের পর ২০০৮ সালের ৫ মে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে রিট আবেদন করেন। একই বছরের ৯ জুলাই হাইকোর্ট নিম্ন আদালতের কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন।

২০১৫ সালের ১৮ জুন হাইকোর্ট রুল ডিচার্জ করে স্থগিতাদেশ প্রত্যাহার করেন। আর ২০২৩ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক শেখ হাফিজুর রহমান। এরপর খালেদা জিয়াসহ আট আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে আলোচিত মামলাটির বিচার শুরু হয়।

অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হচ্ছেন— সাবেক মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। এদের মধ্যে তিনজন পলাতক।

আর অভিযোগপত্রভুক্ত আসামি সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন এবং বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মারা যাওয়ায় তাদের নাম মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কোকোর কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা রহমান
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানাল ভারত ও পাকিস্তান
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা