ভারত সিরিজের টেস্টে ডাক পাওয়া নিয়ে যা বললেন জাকের আলী
আন্তর্জাতিক ক্রিকেটে জাকের আলী অনিক খেলছেন শুধু টি-টোয়েন্টি সংস্করণেই। ২০২৩ থেকে শুরু করে এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ১৭ ম্যাচ। প্রথমবারের মতো তিনি এবার ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছেন। যদিও দলে তার অন্তর্ভূক্তি নিয়ে প্রশ্ন উঠেছিল প্রথমে, পরে অবশ্য ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাকের আলি নিজেও তার প্রতিক্রিয়া জানালেন আজ (শুক্রবার)।
টেস্ট সিরিজে ডাক পাওয়ার পর আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জাকের বলেন, ‘অবশ্যই খুব ভালো একটা অনুভূতি। সবারই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলার। সেজন্য দলে সুযোগ পেয়ে অবশ্যই ভালো লাগছে। আমি ২০১৭ সাল থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছি। যে সংস্করণই হোক, ঘরোয়া ক্রিকেটে আমি ভালো করার চেষ্টা করি। ওরকম প্রক্রিয়াতেই আগাই।’
তিনি আরও বলেন, ‘স্কোয়াডে নির্বাচিত যেহেতু হয়েছি, উনারা (নির্বাচকরা) প্রস্তুত মনে করেছেন বলেই নিয়েছেন। এখন আমার দায়িত্ব, নিজের সেরা পারফরম্যান্স করা। তাদেরকে (ভারতীয় বোলার) নিয়ে অবশ্যই পরিকল্পনা হচ্ছে, যারা যারা খেলবে। নিজের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব। এটা ঠিক যে অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। তবে সেই চ্যালেঞ্জের মধ্য দিয়ে রান করা গেলে আমার মনে হয় অনেক ভালো কিছু হবে।’
টেস্ট ফরম্যাটে বাংলাদেশের খেলার ধরন কী আগের চেয়ে বদলে যাচ্ছে, এমন প্রশ্নে জাকের বলেন, ‘আমি কিছুদিন আগেও বললাম, আমরা (পাকিস্তানের বিপক্ষে) যে দুইটা ম্যাচ জিতলাম, আধিপত্য দেখিয়ে জিতে আসা, এটা তো অবশ্যই কালচার বদলানোর একটা আভাস। আর হ্যাঁ, দলে সুযোগ পেয়ে ভালো লাগছে। চেষ্টা করব সেরাটা দেওয়ার।’
প্রসঙ্গত, বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। চেন্নাইয়ে হবে এই ম্যাচটি। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি ম্যাচই আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। পরবর্তীতে দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।
(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এনবিডব্লিউ)