নার্সদের কটূক্তি করার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৯ | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৮

নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করার প্রতিবাদেে এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের (ডিজিএনএম) মহাপরিচালক মাকসুরা নুরসহ সকল কর্মকর্তার অপসারণ এবং পদত্যাগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নার্সিং সংস্কার পরিষদ জেলা কমিটি।

শনিবার দুপুরে নার্সিং সংস্কার পরিষদ জেলা কমিটির ব্যানারে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সসহ বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের নার্সিং সুপারভাইজার আয়েশা খাতুন হাসি, আজিম উদ্দীন, সিনিয়র স্টাফ নার্স শামসুন নাহার, নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ মমতাজ বেগম, নার্সিং ইনস্টিটিউশনের শিক্ষার্থী সুমাইয়া আক্তার, তানজিয়া আক্তার ও রহিমা খাতুন বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ডিজিএনএম এর মহাপরিচালক মাকসুরা নুর একজন আমলা। তিনি নার্সদের কটূক্তি করতে পারেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে তাকে সরিয়ে নার্সদের পদায়ন নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে মিডওয়াইফারি অধিদপ্তরে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ করতে হবে। অপসারণ করা না হলে আগামীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :