সোমবারের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ: বিজিএমইএ
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, আগামী সোমবারের (১৬ সেপ্টেম্বর) মধ্যে পোশাক শ্রমিকদের সব বেতন ভাতা পরিশোধ করা হবে। তিনি বলেন, ‘ব্যাংক থেকে অর্থছাড়ের জটিলতার কারণে কিছু কারখানা সঠিক সময়ে বেতন ভাতা পরিশোধ করতে পারেনি। কাল ও পরশুর মধ্যে সকল বকেয়া বেতন পরিশোধ করা হবে।’
শনিবার সকালে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে পোশাক শিল্পে চলমান শ্রম অসন্তোষ বিষয়ে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এদিকে, কয়েক দিনের অচলাবস্থা কাটিয়ে খুলতে শুরু করেছে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলো। শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে উৎপাদন কার্যক্রম।
শনিবার সকালে বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে নিরাপত্তা শঙ্কায় বন্ধ থাকা ৩৮টিসহ সকল পোশাক কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। শিল্প এলাকার কোথাও শ্রমিক অসন্তোষের খবর না থাকলেও নিরাপত্তা নিশ্চিতে টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশের একাধিক টিম।
এদিকে বেশিরভাগ কারখানা খুললেও নতুন ক্রয়াদেশ ও নির্ধারিত সময়ে পণ্য রপ্তানি নিয়ে রয়েছে শঙ্কা। এমন অবস্থায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে বেগ পেতে হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।পাশাপাশি অনেক কারখানায় কমেছে স্বাভাবিক কাজের চাপও।
(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/কেএ/এমআর)