সোমবারের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ: বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৯ | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৭

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, আগামী সোমবারের (১৬ সেপ্টেম্বর) মধ্যে পোশাক শ্রমিকদের সব বেতন ভাতা পরিশোধ করা হবে। তিনি বলেন, ‘ব্যাংক থেকে অর্থছাড়ের জটিলতার কারণে কিছু কারখানা সঠিক সময়ে বেতন ভাতা পরিশোধ করতে পারেনি। কাল ও পরশুর মধ্যে সকল বকেয়া বেতন পরিশোধ করা হবে।’

শনিবার সকালে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে পোশাক শিল্পে চলমান শ্রম অসন্তোষ বিষয়ে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

গত পাঁচ বছরে উৎপাদন খরচ বাড়লেও চলতি বছর তৈরি পোশাকের দাম কমেছে উল্লেখ বিজিএমইএ সভাপতি বলেন, ‘চলতি বছর তৈরি পোশাকের দাম ৫ থেকে ৭ শতাংশ কমেছে। তবে গত ৫ বছরে উৎপাদন খরচ বেড়েছে ৫০ শতাংশ।’

এদিকে, কয়েক দিনের অচলাবস্থা কাটিয়ে খুলতে শুরু করেছে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলো। শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে উৎপাদন কার্যক্রম।

শনিবার সকালে বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে নিরাপত্তা শঙ্কায় বন্ধ থাকা ৩৮টিসহ সকল পোশাক কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। শিল্প এলাকার কোথাও শ্রমিক অসন্তোষের খবর না থাকলেও নিরাপত্তা নিশ্চিতে টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশের একাধিক টিম।

এদিকে বেশিরভাগ কারখানা খুললেও নতুন ক্রয়াদেশ ও নির্ধারিত সময়ে পণ্য রপ্তানি নিয়ে রয়েছে শঙ্কা। এমন অবস্থায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে বেগ পেতে হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।পাশাপাশি অনেক কারখানায় কমেছে স্বাভাবিক কাজের চাপও।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/কেএ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বাণিজ্য বহুমুখীকরণে চামড়া শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ: বাণিজ্য উপদেষ্টা 

সড়ক থেকে ২০ বছরের বেশি পুরনো বাস-মিনিবাস প্রত্যাহারে বিআরটিএকে চিঠি 

কালুরঘাটে নতুন রেল ও সড়ক সেতু নির্মাণ করবে সরকার

ভারত মিথ্যা তথ্য দিয়ে মৌচাকে ঢিল ছুড়ছে: অপর্না রায়

সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার 

পদত্যাগ করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স প্রধান খুরশেদ, টানা ১৫ বছর ছিলেন চুক্তিতে

মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণে বদ্ধপরিকর সরকার: প্রধান উপদেষ্টা

পূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আন্দোলনে ১০৫ জন শিশু নিহত: শিশু বিষয়ক উপদেষ্টা

দুই জাহাজের অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না, তা খুঁজতেই তদন্ত কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :