সুনামগঞ্জে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জের মধ্যনগরের দুটি ইউনিয়নের পৃথক দুটি স্থানে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলগাঁও গ্রামে ও একই উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর গ্রামে বেলা ১১টার দিকে ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলগাঁও গ্রামের দেড় বছর বয়সি শিশু তোয়ামনি বাড়ির সামনে বিকালে খেলতে গিয়ে সবার অগোচরে ডোবার পানিতে পড়ে মারা যায়। পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে তার মরদেহ ডোবার পানিতে ভেসে ওঠে। সে গোলগাঁও গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।
অপরদিকে সকাল ১১টার দিকে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর গ্রামে শিশু তাসফিয়া তার মাকে পাশের বাড়িতে খুঁজতে গিয়ে বাড়ির সামনের ডোবার পানিতে পড়ে মারা যায়। অনেক খোঁজ করার পর ডোবার পানিতে ভেসে ওঠে তাসফিয়ার মরদেহ। সে সাতুর গ্রামের হবি রহমানের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ‘ঘটনাস্থলে আমি ফোর্স পাঠিয়েছিলাম। দুই শিশু দুটি স্থানে পৃথকভাবে পানিতে ডুবে মারা গেছে।’
(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এজে)

মন্তব্য করুন