সাতক্ষীরায় বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে হত্যায় ৬ জন গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৪

সাতক্ষীরায় বুদ্ধি প্রতিবন্ধী তরুণী রোজিনা খাতুন চুমকি ওরফে টুম্পাকে হাতুড়ি দিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যার মামলায় প্রধান আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার দিনগত রাত ১টার দিকে উপজেলার থানাঘাটা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন, প্রধান আসামি সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা হিন্দুপাড়া গ্রামের মো. একরামুল হকের ছেলে মো. ইলিয়াস হক (৩৫), ইলিয়াসের ছোট ভাই মো. ইমরান হক (২৩), মো. আবু ছালেমের স্ত্রী মোছা. নারগিস পারভিন (৪০), মো. একরামুল হকের স্ত্রী মোছা. মনোয়ারা খাতুন (৫৫), মো. আবু ছালেমের ছেলে শাওন (২৮) ও মৃত খন্দকার আবুল কাশেমের ছেলে মো. আবু ছালেম (৬০)।

র‌্যাব সূত্র জানায়, সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা হিন্দুপাড়া গ্রামের মো. একরামুল হকের ছেলে মো. ইলিয়াস হক ভিকটিম বুদ্ধি প্রতিবন্ধী রোজিনা খাতুন ওরফে চুমকির সরলতার সুযোগ নিয়ে তাকে যৌন উত্যক্ত করাসহ মাঝেমধ্যে কুপ্রস্তাব দিত। ভিকটিম বিষয়টি তার মা-বাবা ও বড় বোনকে জানান।

এর মেয়েটির পরিবার ১নং আসামির বাবা-মা ও পরিবারকে ঘটনার কথা জানালেও আসামিকে নিষেধ না করে উল্টো ভিকটিমের মা-বাবা ও বড় বোনকে অপমানিত করে তাড়িয়ে দেয়। আসামি মো. ইলিয়াছ ভিকটিমের উপর ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে সুযোগ খুঁজতে থাকে।

ঘটনার দিন শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ভিকটিম থানাঘাটাস্থ মাধব স্বর্ণকারের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা আসামিরা হত্যার উদ্দেশ্যে চুমকিকে আক্রমণ করে। এসময় আসামি ইলিয়াস তার হাতে থাকা লোহার হাতুড়ি দিয়ে পেছন দিক থেকে ভিকটিমের মাথায় সজোরে কয়েকটি আঘাত করে। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভিকটিমের বড় বোন সকিনা খাতুন (৩০) বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনাটি জনমনে চাঞ্চল্য সৃষ্টি করে।

ঘটনার পর থেকেই র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে অভিযান অব্যাহত রাখে। এরপর শনিবার দিনগত রাত ১টার দিকে তাদেরকে গ্রেপ্তার করে। রবিবার সকালে আসামিদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।’

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রবিবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :