দৌলতপুরে বিজিবি-বিএসএফ বৈঠক

সীমান্ত হত্যা বন্ধে আলোচনা, সম্পত্তি হস্তান্তরে সিদ্ধান্ত গ্রহণ 

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৪
অ- অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রাণঘাতি অস্ত্র ব্যবহার করে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে আলোচনাসহ উভয় দেশের অভ্যন্তরে বেহাত হওয়া সম্পত্তি প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিএসএফ এর আহ্বানে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীন জামালপুর বিওপির সীমান্ত পিলার ১৫২/৭-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এবং বিএসএফর পক্ষে নেতৃত্ব দেন ভারতের রওশনবাগ ১৪৬ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডেন্ট বিক্রম দেব সিং।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈঠকে ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৭/এমপি থেকে ৮৫/১০-এস এলাকায় উভয় দেশের সার্ভেয়ার এবং বিজিবি-বিএসএফ সীমানা পরিমাপ করা হয়। পরিমাপের পর বেশ কিছু সম্পত্তির মালিকানা নির্ধারিত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী উভয় দেশের মধ্যে থাকা সম্পত্তি প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সম্পত্তি বুঝিয়ে দেওয়ার সময় উভয় দেশের সার্ভেয়ার এবং বিজিবি-বিএসএফ এর কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়াও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে সীমান্ত হত্যা বন্ধ, ভারত থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং নিষিদ্ধ পণ্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা, বিএসএফ কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিককে সীমান্ত থেকে আটক না করা এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অবৈধভাবে সীমান্ত পার বন্ধেও আলোচনা করা হয়।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা