তৃতীয় দফায় রিমান্ডে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি

আদালত প্রতিবেদক
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩৮| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫২
অ- অ+

দুই দফায় ১৩ দিনের রিমান্ডের পর ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফির ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজধানীর আশুলিয়ায় রবিউল সানি হত্যাচেষ্টা মামলায় মঙ্গলবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলহাস উদ্দীন শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।

এদিন দ্বিতীয় দফা রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া ফের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এর আগে গত ২ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে আটক করা হয় আব্দুল্লাহ হিল কাফিকে। পরদিন অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজধানীর হাজারীবাগ থানার মামলায় তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ১২ সেপ্টেম্বর সাভারে গুলি করে মিলিটারি ইনস্টিটিউটের শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মো. রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক সচিব ড. ফেরদৌস জামান, সাবেক সদস্য ড. মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজিৎ চন্দ্র ও ড. মো. সাজ্জাদ হোসেন।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/আরজেড/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা