বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে আগ্রহী ভারত: এস জয়শঙ্কর
ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
আজ মঙ্গলবার এনডিটিভিকে তিনি বলেন, “কোনো দেশের রাজনৈতিক পরিস্থিতির পটপরিবর্তন সেই দেশের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু প্রতিবেশী সব রাষ্ট্র পরস্পর নির্ভরশীল।”
তিনি তার দীর্ঘ সাক্ষাৎকারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতের শান্তি রক্ষার ভূমিকা, ইরানি নেতা আয়াতুল্লাহ খামেনির বক্তব্য, গাজা যুদ্ধ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে ১০০ দিনের বিদেশ সফর নিয়ে কথা বলেছেন।
বাংলাদেশের বর্তমান পরতিস্থিতি নিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশে যা হয়েছে সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশ আমাদের প্রতিবেশী। আমাদের জনগণের সঙ্গে সে দেশের জনগণের ভালো সম্পর্ক রয়েছে। আমি চাই, বাংলাদেশের সঙ্গে ভারতের একটি স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে।”
ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারত চলে যান। ধারণা করা হচ্ছে, তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থার হেফাজতে রয়েছেন।
গত মাসে এস জয়শঙ্কর বলেন, শেখ হাসিনা খুবই অল্প সময়ের নোটিশে ঢাকা ছেড়ে ভারতে আসার আবেদন জানান। ভারত সরকার তাকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের জন্য সময় দিতে প্রস্তুত।
গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাপকালে বলেন, ন্যায় ও সমতার ভিত্তিতে বাংলাদেশও ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়।
তিনি বলেন, “আমরা চাই বিশ্বে বাংলাদেশ সম্মানজনক গণতন্ত্রের সঙ্গে পরিচয় লাভ করুক।”
(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/টিটি/এফএ)