দুর্বৃত্তের আগুনে পুড়ল নোয়াখালী যুবলীগের যুগ্ম আহ্বায়কের দোতলা বাড়ি
নোয়াখালীর চাটখিলে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে জেলা যুবলীগ নেতা ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপনের বাড়ি।
মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশীদ মানিক বলেন, ‘সন্ধ্যার পর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপনের দোতলা বাড়ি আগুনে পুড়ছে। আমরা পানি দিয়ে নিভানোর চেষ্টা করি, কিন্তু আগুনের তীব্রতার কারণে কাছে যেতে পারিনি। পরে ফায়ার সার্ভিস এলেও ততক্ষণে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।’
এর আগে গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এ বাড়িতে আগুন দেওয়া হয়। সেবার স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর সপরিবারে তিনি ঢাকায় চলে যান বলে জানান মাসুদুর রহমান শিপন।
বর্তমানে তারা ঢাকায় অবস্থান করছেন জানিয়ে এই জেলা যুবলীগ নেতা বলেন, ‘চাটখিলের বাড়িতে আমরা পুরো পরিবার বসবাস করতাম। আমার মেয়েদের জন্য ১ হাজার স্কয়ার ফুটের একটি রুমসহ বাড়িটি প্রায় ৫০ লাখ টাকা খরচ করে ইন্টেরিয়র ডেকোরেশন করি। আগুনে বাড়ির আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়ে গেছে।’
প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান যুবলীগ নেতা শিপন। তিনি ধারণা করছেন, দুর্বৃত্তরা গান পাউডার ব্যবহার করে আগুন দিয়েছে।
চাটখিল উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. আবুল কালাম বলেন, 'আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। ফলে আগুন পার্শ্ববর্তী কোন বাড়িতে ছড়াতে পারেনি। তবে আগুন লাগা দোতলা বাড়িটি পুড়ে যায়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।'
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি তারা। (ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/মোআ)