ঢাবিতে চলবে বহিরাগতমুক্ত অভিযান, শিক্ষার্থীদের পরিচয়পত্র রাখার তাগিদ

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ মোবাইল টিম এর মাধ্যমে অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস।

বুধবার সন্ধ্যায় বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ।

এক বিজ্ঞপ্তিতে প্রক্টর অফিস জানায়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল আবাসিক/অনাবাসিক ও দ্বৈতাবাসিক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভ্রম্যমাণ মোবাইল কোর্টের মাধ্যমে ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করার লক্ষ্যে অতিদ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসে অভিযান পরিচালিত হবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ক্যাম্পাসে অবস্থানকালীন সময়ে প্রত্যেকে শিক্ষার্থীদের তাদের নিজ নিজ পরিচয়পত্র সংঙ্গে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। যে সকল শিক্ষার্থীদের পরিচয়পত্র হারিয়ে গেছে সে সকল শিক্ষার্থীদের উপযুক্ত প্রমাণপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করছি।’

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এসকে/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :