জাবির সাবেক ছাত্রলীগ নেতা হত্যা: মৃত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় শামীমকে

জাবি প্রতিনিধি
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৭| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
অ- অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা শাখা ছাত্রলীগের (জাবি) সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি আশুলিয়ার আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া মোল্লাবাড়ীর ইয়াজ উদ্দিন মোল্লার ছেলে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, শামীমকে মৃত অবস্থায় হাসপাতালে ভর্তি করে পুলিশ।

বুধবার রাত ১০টার দিকে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, ১৫ জুলাই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সামনের সারিতে থেকে সক্রিয় ভূমিকা পালন করেন শামীম। এ কারণেই বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকা থেকে শিক্ষার্থীরা তাকে আটক করে গণপিটুনি দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেন।

এরপর শামীমকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নেওয়া হয়। সেখানেও তাকে পেটানো হয়। পরে প্রক্টরিয়াল বডি আশুলিয়া থানায় জানালে পুলিশ শামীম মোল্লাকে আটক করে সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সেলিমুজ্জামান সেলিম বলেন, “আমাদের এখানে আনার পর পরীক্ষা করে দেখি তিনি মৃত। অর্থাৎ তাকে মৃত অবস্থায় আনা হয়েছে।”

নিহত শামীমের শরীরে সেরকম গুরুতর কোনো ক্ষত পাওয়া যায়নি বলে জানান চিকিৎসক।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, “গণপিটুনির খবর পেয়ে নিরাপত্তা শাখার কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ৩৯ ব্যাচের এক সাবেক শিক্ষার্থীকে উদ্ধার করে প্রক্টর অফিসে নেন। পরবর্তীতে পূর্বের মামলায় তাকে থানায় হস্তান্তর করা হয়।”

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, “খবর পেয়ে পৌনে ৯টার দিকে মারধরের শিকার এক যুবককে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জেনেছি।”

ওসি আরও বলেন, “প্রাথমিকভাবে মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।”

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পিএসএলে আজ অভিষেক হচ্ছে নাহিদ রানার?
জাতিসংঘ মহাসচিবকে এনে রোহিঙ্গা ফেরত পাঠানোর মিথ্যা গল্প বলা হয়েছে: রাশেদ খাঁন
মির্জাপুরে নদীতে বাঁধ দিয়ে রাত-দিন চলছে মাটি লুট
সবজি-মাছ-মুরগির দাম বাড়তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা