নড়াইল পৌরসভার সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল আলম জুয়েলকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ডুমুরতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ‘আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৪ আগস্ট নড়াইলের মাদরাসা বাজার থেকে বের হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাসহ ৯০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪০০ থেকে ৫০০জনকে।’
ওসি জানান, ‘গত ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলাটি করেন উপজেলা বিএনপির সদস্যসচিব মুজাহিদুর রহমান পলাশ। এ মামলার আসামি হিসেবে জুয়েলকেই প্রথম গ্রেপ্তার করা হলো। তিনি মামলার ৩৪ নম্বর আসামি।’
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এজে)