একে অপরের থেকে চোখ সরছে না হৃত্বিক-ক্যাটরিনার! কারণ কী?

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫২
অ- অ+

একে অপরের থেকে যেন চোখ সরছে না, পলক পড়ছে না। এবার কাছাকাছি ক্যাটরিনা কাইফ ও হৃত্বিক রোশন। ক্যাটের পরনে লাল শিফন গর্জাস শাড়ি, আর ঋত্বিকের পরনে কালো স্যুট। দুজনকেই যেন এই বেশে অত্যাশ্চর্য লাগছে।

হৃত্বিক-ক্যাটরিনার একে অপরের মধ্যে ডুবে থাকা কারোই নজর এড়ায়নি। কিন্তু ব্যপারটা কী? একে অপরের প্রেমে পড়েছেন নাকি তারা? তাদের এভাবে দেখে অনেকেরই প্রশ্ন, তবে কি ভিকিকে ভুলে নতুন প্রেমে মজেছেন ক্যাট?

আসলে হৃত্বিক ও ক্যাটরিনা একটা নতুন বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন। শুক্রবার ইনস্টাগ্রামে রাডো এই জুটিকে নিয়ে একটা পোস্ট শেয়ার করেছেন। সেখানেই একে অপরের মধ্যে ডুবে থাকতে দেখা যাচ্ছে ক্যাট-ঋত্বিককে।

হৃত্বিক তাকিয়ে রয়েছেন ক্যাটরিনার দিকে, আর হৃত্বিকের কাঁধে হাত রেখে অভিনেতার দিকে তাকিয়ে সেই মনোমুগ্ধকর হাসি হাসছিলেন ক্যাটরিনা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে হার্ট জিআইএফ দিয়ে পোস্টটি পুনরায় শেয়ার করেছেন ক্যাট।

এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে এক নেটিজেন বলেন, ‘লায়লা ও অর্জুন বিয়ের পর। তারা যেন একে অপরের স্পন্দন।’ কারও মন্তব্য, ‘সেরা অনস্ক্রিন জুটি। লায়লা ও অর্জুন একসঙ্গে মধুচন্দ্রিমা উপভোগ করছেন।’ আবার কারও মন্তব্য, ‘এত সুন্দর চেহারা এবং গর্জিয়াস জুটি। লায়লা ও অর্জুন মরক্কোতে থাকার পর কাজে নেমেছেন।’

কারও কথায়, ‘এই দুটোকে নিয়ে আমাদের নতুন সিনেমা দরকার। এদের রসায়ন দেখতে এমনই’। কারোর মন্তব্য ‘ওহ ম্যান, এটা আর নিতে পারছি না, কী হট, দয়া করে তাদের একসাথে কাস্ট করুন। তাদের একসঙ্গে দেখে খুব ভালো লাগছে’। কেউ বলেছেন, ‘আমার প্রিয় জুটি।’

২০১১ সালে জোয়া আখতারের ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ও ২০১৪ সালে সিদ্ধার্থ আনন্দের ‘ব্যাং ব্যাং’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন হৃত্বিক ও ক্যাটরিনা। এরপর ২০১২ সালে অগ্নিপথ ছবিতে ক্যাটরিনা একটা বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করেন। আবার ২০২৩ সালে টাইগার-৩ ছবিতে হৃত্বিকেরও বিশেষ ক্য়ামিও চরিত্র ছিল।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা