কাউকে ভয় পাই না, কিচ্ছু কেয়ার করি না: প্রিন্স মাহমুদ

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় নেটিজেনদের একাংশের রোষের মুখে পড়েছেন জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। তাকে শুনতে হয়েছে নানা কটুকথা। কেউ কেউ তার ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেছেন, বানিয়ে দিয়েছেন হিন্দু।
তবে চুপ থাকেননি প্রিন্স মাহমুদও। দিয়েছেন মোক্ষম জবাব। জানিয়ে দিয়েছেন, তিনি যথেষ্ট ধার্মিক। নিয়মিত নামাজ-রোজা করেন। তাকে হিন্দু বানিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না।
তার পোস্টের নিচে করা একটি নেটিজেনের তীর্যক মন্তব্যের জবাবে প্রিন্স লিখেছেন, ‘যারা রাগ হচ্ছো, হও। আমাকে নিয়ে দুইজনের লেখা দেখছি। ইবাদত আমি কম করি না। নামাজ খুব একটা কাজা হয় না। সোম-বৃহস্পতি রোজা রাখি। আজকেও রোজা রাখছি। রাগ বেশি কিন্তু মন পরিস্কার। আমার দোয়া কবুল হয়। নিশ্চিৎ হয়।’
আরও লিখেছেন, ‘জন্ম থেকে বুখারি শরিফের প্রতিটি খণ্ড আমার বাসায় আব্বার রেখে যাওয়া। অতএব নব্য মুসলিম হয়ে আমাকে কেউ হিন্দু বানায় দিতে এসো না। লাভ নাই। কিচ্ছু কেয়ার করি না। কারও কাছে ভালো হওয়ারও দরকার নাই। মন্দ হওয়ারও দরকার নাই। কাউকে ভয় পাই না। মন যেটা বলে সেটাই বলবো।’
এর আগে শনিবার ভারতে ইলিশ পাঠানোর পক্ষে পোস্ট দিয়ে প্রিন্স মাহমুদ লেখেন, ‘ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিল সরকার। সময়োপযোগী সিদ্ধান্ত। এ বিষয়ে ১৪ সেপ্টেম্বর বলেছিলাম। ভুলে না যাই বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে কলকাতার শিক্ষার্থী বন্ধুরা কীভাবে ফুঁসে উঠেছিল। বন্ধুদের পূজা দুর্দান্ত হোক।’
শনিবার পশ্চিমবঙ্গে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। যদিও কিছুদিন ধরে এই সরকারের মৎস্য ও প্রাণিসম্পদক উপদেষ্টা ফরিদা আখতার বলে আসছিলেন, এবারের পূজায় ভারতে একটা ইলিশও যাবে না। আগে দেশের মানুষ খাবে। কিন্তু অবশেষে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।
(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এজে)

মন্তব্য করুন