বিয়ে করলে ক্যারিয়ার শেষ, ভয় দেখানো হয়েছিল কারিনাকে

বিয়ে করলেই অভিনয় জীবনে ইতি পড়বে। এমনই ভয় দেখিয়েছিলেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত তাদের ভুল প্রমাণ করেছেন কারিনা কাপুর। বড় বোন কারিশমার আগে কাপুর পরিবারের কোনো মেয়ে অভিনয় করেননি।
কারিনার বলিউড যাত্রা শুরু হয় ২০০০ সালে ‘রিফিউজি’ ছবি দিয়ে। ইতোমধ্যে প্রায় ২৫ বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন তিনি। ২০১২ সালে বিয়ে করেন অভিনেতা সাইফ আলি খানকে। ২০১৬ সালে জন্ম হয় তার প্রথম সন্তান তৈমুরের। ২০২১ সালে ছোট ছেলে জেহ্র জন্ম।
কিন্তু এত কিছুর পরও কারিনা আছেন আগের মতো। চেহারায় এসেছে ভারিক্কি ছাপ। তবে তা নিয়ে তিনি ভাবিত নন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি বোটক্স করার পক্ষপাতী নন। তবে তার ছাপ কোনো ভাবেই পড়েনি তার অভিনয় জীবনে। বরং, সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে চলেছেন বলিউডে কাপুর পরিবারের দ্বিতীয় কন্যা।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘জীবনে যা চেয়েছি, তাই করেছি। আমাকে অনেকেই বলেছিলেন, ‘বিয়ে কোরো না, অভিনয় জীবন শেষ হয়ে যাবে।’ সে সময় আমার মনে হয়েছিল, ‘শেষ হলে হবে’।’
এই আত্মবিশ্বাস প্রসঙ্গে কারিনা তুলে আনেন পু এবং গীতের কথা। ‘কাভি খুশি কাভি গাম’ এবং ‘জব উই মেট’ ছবির এই দুই জনপ্রিয় চরিত্রের মতো কারিনা নিজেও দারুণ আত্মবিশ্বাসী, তিনি জীবনকে ভালোবাসেন, ভালোবাসেন নিজেকেও।
কারিনা বলেন, ‘আমি বিয়ে করেছি, আমার দুই ছেলে রয়েছে। বিয়ের পর আমি আরও বেশি কাজ করতে পেরেছি। ফলে আমি মনে করি, নিজের ওপর বিশ্বাস রেখে স্রোতের বিপরীতে চলার মতো চ্যালেঞ্জ নিতে হবেই।’
(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এজে)

মন্তব্য করুন