আ.লীগ প্রতিবিপ্লবের নানা অপচেষ্টা করেছে: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৬
অ- অ+

ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট— এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ‘পরাজিত আওয়ামী ফ্যাসিষ্ট শক্তির দোসর শেখ হাসিনা সরকারের লজ্জাজনক পতনের পর থেকেই প্রতিবিপ্লবের নানা অপচেষ্টা করেছে। সচিবালয় এবং মাঠ পর্যায়ের প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদের লুটেরা কর্মকর্তরা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এজন্য আমরা বলতে চাই, গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়।’

ববি হাজ্জাজ আরও বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, গণহত্যায় জড়িত পুলিশের উচ্চপর্যায়ের কিছু কর্মকর্তা; যেমন সাবেক ডিবি প্রধান হারুন, ডিএমপির অতিরিক্ত কমিশনার বিপ্লব কুমার সরকার, অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়াদ্দার, অতিরিক্ত ডিআইজি এস এম মেহেদী হাসান, অতিরিক্ত ডিআইজি খন্দকার নুরুন্নবী, অতিরিক্ত ডিআইজি সঞ্জিত কুমার দীর্ঘদিন ধরে লাপাত্তা থাকলেও আইনের আওতায় আসছে না। অতিদ্রুত ফ্যাসিষ্ট হাসিনার ‘‘কিলিং স্কোয়াড’’ হিসাবে পরিচিত এসব কর্মকর্তাদের গ্রেপ্তার করতে হবে।’

রবিবার বিকালে দলটির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এনডিএম চেয়ারম্যান বলেন, ‘দীর্ঘ সাড়ে ১৫ বছরের আন্দোলন-সংগ্রাম এবং জুলাই-আগষ্ট মাসে সংঘটিত নজিরবিহীন ছাত্র-জনতার অভ্যুথানের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদ এবং স্বৈরাচারী হাসিনার বিদায়ের পর নতুন বাংলাদেশে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। বীরশ্রেষ্ঠ আবু সাঈদ, মীর মুগ্ধ বা ফাইয়াজের মতো অগনিত তাজা প্রাণ রক্ত দিয়ে আমাদের জন্য এক অভূতপূর্ব বিজয় ছিনিয়ে এনেছে। এই বিজয় আওয়ামী ফ্যাসিবাদ এবং তাদের দোসর বাদ দিয়ে পুরো বাংলাদেশের জনগণের।’

‘আমরা জানতে চাই আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কুখ্যাত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্য শীর্ষ নেতারা কোথায়’— এমন প্রশ্ন তুলে ববি হাজ্জাজ বলেন, ‘এরা যদি দেশ ছেড়ে পালিয়ে থাকে তাহলে কারা এদের পলায়নে সহায়তাকারী তাদের তালিকা করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল দ্রুত পুনর্গঠন করে ফ্যাসিষ্ট, খুনি হাসিনাসহ দল হিসাবে আওয়ামী লীগ এবং ১৪ দলকে এই ট্রাইবুনালে বিচার করার উদ্যোগ গ্রহণ করতে হবে।’

অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার উপসচিব পদে পদোন্নতি পাওয়া অন্তত ৫০ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি এবং অসাদচরণের অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তারা মূলত আওয়ামী ফ্যাসিবাদের সমর্থক হিসাবে পরিচিত। জেলা প্রশাসক নিয়োগের ক্ষেত্রেও আমরা সরকারকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে দেখিনি। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ৪৫ জন কর্মকর্তাকে জেষ্ঠ্য সহকারি সচিব থেকে প্রথমে উপসচিব এবং পরবর্তীতে যুগ্ম সচিব হিসাবে যেভাবে পদোন্নতি দেওয়া হয়েছে সেটা অস্বাভাবিক ছিলো। তবে বিগত আওয়ামী স্বৈরাচার সরকার যেভাবে জনপ্রশাসনকে নির্লজ্জ দলীয়করণ করেছিলো সেখান থেকে রাতারাতি বের হয়ে আসা অত্যন্ত দুরহ একটি কাজ। তথাপিও আমরা মনে করি, পদোন্নতি, পদায়ন, বদলি বা অব্যাহতির ক্ষেত্রে সরকারকে যথেষ্ট সংবেদনশীলতার পরিচয় দিতে হবে অন্যথায় ফ্যাসিবাদের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পেয়ে যাবে।’

এনডিএম চেয়ারম্যান বলেন, ‘দেশের পার্বত্য অঞ্চলে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সেটা আমাদেরকে যথেষ্ট ভাবিয়ে তুলেছে। পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীরা যাদের অর্থায়ন এবং পৃষ্ঠপোষকতায় ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

ববি হাজ্জাজ বলেন, ‘পাহাড়ী ও সমতলের উভয়ই বাংলাদেশি’ এই পরিচয়কে সামনে রেখে পার্বত্য তিন জেলায় শান্তি বজায় রাখতে আমরা সবপক্ষকে আহ্বান করছি।

এনডিএম নেতা আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে দেশের সর্বস্তরের মানুষকে নানাভাবে বঞ্চিত রেখে, অধিকারের প্রশ্নে বৈষম্য সৃষ্টি করে এবং মানুষকে মতপ্রকাশের স্বাধীনতা, ভোটাধিকার এবং ন্যায়বিচার থেকে দূরে রেখে রাষ্ট্রের মৌলিক কাঠামোতে পচন ধরিয়েছিলো আওয়ামী ফ্যাসিবাদ সরকার। ফলশ্রুতিতে আমরা “মব জাষ্টিস’’ নামক এক ব্যাধির মুখোমুখি হয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত জনমনে এই আস্থা ফিরিয়ে আনতে হবে যে প্রতিটি অন্যায় এবং মানবতাবিরোধী অপরাধের বিচার দেশের প্রচলিত আইন অনুযায়ী হবে।’

‘দেশের দুটি পাবলিক বিশ্বববিদ্যালয়ে যেভাবে পিটিয়ে মানুষ হত্যা করেছে তা আমাদের বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করেছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর বিচারিক ক্ষমতার ন্যায়সঙ্গত দৃশ্যমান প্রয়োগের পাশাপাশি পুলিশ বাহিনীকে দ্রুত শতভাগ কার্যকর করতে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে’ বলেন ববি হাজ্জাজ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনডিএম এর মহাসচিব মোমিনুল আমিন, উচ্চপরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, ভাইস চেয়ারম্যান ফারুক উজ জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনিসহ দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও যুব আন্দোলনের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/জেবি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা