কারাগারে শ্যামল দত্ত, আরও দুই মামলায় গ্রেপ্তার শাহরিয়ার কবির

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৫| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১২
অ- অ+

রমনা থানার গৃহকর্মী লিজা হত্যা মামলায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরের ৭ দিনের রিমান্ডের পর আরও দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক মাহবুব আহমেদ শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।

অন্যদিকে ভাসানটেক থানার ফজলু হত্যা মামলায় সাত দিনের রিমান্ডের পর দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের জামিনের আবেদন নামঞ্জুর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ।

উভয় আসামি পক্ষে আইনজীবী শ্রী প্রাণনাথ জামিনের আবেদন করে শুনানির পর আদালত তা নাকচ করেন।

শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানো দুই মামলা মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লর্ড হার্ডিঞ্জং ফাযিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্র আরিফকে গুলি করে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলা।

গত ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ির কুতুবখালী এলাকার বউবাজারের রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে চোখে গুলি লাগে আরিফের। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফের বাবা মো. ইউসুফ যাত্রাবাড়ি থানায় মামলা করেন।

অপর মামলাটি যাত্রাবাড়ীতে রফিকুল ইসলাম গুলিতে নিহত হওয়ার করা হত্যা মামলা। এ মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন রিমান্ডে রয়েছেন।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/আরজেড/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রিটেনের লুটন কাউন্সিলের প্রথম নারী ডেপুটি মেয়র হলেন শাহানারা নাসের
মেঘনার ভাঙনের আতঙ্কে  সরাইলের পানিশ্বর-আজবপুর
টিজারেই ঝড়, ‘ওয়ার টু’ মুক্তির তারিখ জানালেন হৃতিক
নায়িকা নুসরাত ফারিয়া কারাগার থেকে বেরিয়ে যা লিখলেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা