নাঙ্গলকোটে বিএনপির মতবিনিময় সভা

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের ১ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার লক্ষীপদুয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা সৈয়দ আহাম্মদ মজুমদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি লায়ন ইলিয়াস মজুমদার।
প্রধান বক্তা ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ (মাসুদ হাজারী)।
বিএনপি নেতা মোহাম্মদ আবুবকরের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সওদাগর, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনসুর আলী দুলাল, বিএনপি নেতা হাফেজ আমিনুল ইসলাম
প্রমুখ।(ঢাকা টাইমস/২৭সেপ্টেম্বর/এসএ)

মন্তব্য করুন