সিলেট-সুনামগঞ্জে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল ও গরু জব্দ 

সিলেট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৭
অ- অ+

সিলেট ও সুনামগঞ্জে অভিযান চালিয়ে ভারতীয় চোরাই মালামাল ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সিলেট ও সুনামগঞ্জ জেলার পৃথক স্থান থেকে গরুসহ বিভিন্ন ধরনের মালামাল জব্দ করে সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবি।

দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন বিওপি কর্তৃক সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১০৮টি ভারতীয় শাড়ি, ১৬টি লেহেঙ্গা-, ৫৪১০ পিস স্কিন সাইন ক্রিম, ৩৭৪ মিটার মকমলের থান কাপড়, ৮টি গরু এবং চিনি, রসুন ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৫৩ লাখ ৭১ হাজার ৭৫০ টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমসে জমা করা হবে।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বনশ্রীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেপ্তার
সড়ক দুর্ঘটনায় সখীপুরের জামায়াত নেতার মৃত্যু
গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
মানসিক স্বাস্থ্য ভালো রাখার ১০ উপায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা