‘ধুম ফোর’-এ ভিলেন এবার রণবীর কাপুর

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২

বলিউডের অন্যতম অ্যাকশন-থ্রিলার সিরিজ ‘ধুম’। যার তিন কিস্তি এরইমধ্যে মুক্তি পেয়েছে এবং ব্যাপক সাফল্য দিয়ে দর্শকের মন জয় করেছে। প্রথম তিনটিতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গেছে অমিতাভ বচ্চনের ছেলে অভিনেতা অভিষেক বচ্চন। তার সহযোগী থেকেছেন উদয় চোপড়া।

তবে এই চরিত্রকে ‘ধুম’ সিরিজের ছাপিয়ে তিনটি সিনেমাতেই নজর কেড়েছে ভিলেন চরিত্র। অর্থাৎ, ভিলেনই এই ফ্র্যাঞ্চাইজির নায়ক। যেখানে প্রথমটিতে জন আব্রাহাম, দ্বিতীয়টিতে হৃত্বিক রোশন এবং তৃতীয়টিতে আমির খানকে দেখা যায়। প্রত্যেকেই কামাল দেখিয়েছেন প্রতিটি সিনেমায়।

এবার ‘ধুম ফোর’-এ নাকি সেই ভিলেন চরিত্রে হাজির হতে চলেছেন বলিউডের বর্তমান সেনসেশন রণবীর কাপুর। যিনি গত বছর মুক্তিপ্রাপ্ত ‘অ্যানিম্যাল’ সিনেমাটি দিয়ে ব্যাপক সাড়া ফেলেন। সেই রণবীর আসছেন ‘ধুম’-এর ভিলেন হয়ে। যদিও গত বছর ধরে এই চরিত্রে শাহরুখ খানের নাম শোনা যাচ্ছিল।

তবে ভারতের টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, এতদিন ধরে চলতে থাকা জল্পনার অবসান হয়েছে। ‘ধুম ৪’-এর প্রাথমিক গল্প শুনে সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ নিজেই নাকি প্রকাশ করেছেন রণবীর কাপুর। তবে একটা দুঃসংবাদও রয়েছে। এবার পুলিশ অফিসার চরিত্রে অভিষেক বচ্চনকে দেখা যাবে না।

অন্যদিকে, প্রথম তিনটি সিনেমায় অভিষেকের সহকারী পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করা উদয় চোপড়া আগেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে ফেলেছেন। শোনা যাচ্ছে, এই দুজনের পরিবর্তে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস প্রস্তাব দিয়েছে এ প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেতাকে।

টাইমস অব ইন্ডিয়ার ওই প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের শেষের দিকে অথবা ২০২৬ সালের শুরুতে ‘ধুম ফোর’-এর শুটিং শুরুর কথা রয়েছে। এর মধ্যে রণবীর তার ‘লাভ অ্যান্ড ওয়ার’, ‘রামায়ণ’-এর প্রথম ও দ্বিতীয় পর্বের শুটিং শেষ করবেন। এরপরই যোগ দেবেন ধুমের শুটিংয়ে।

এর আগে ২০০৪ সালে মুক্তি পায় এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনোমা ‘ধুম’। ২০০৬ সালে মুক্তি পায় ‘ধুম টু’ এবং এর সাত বছর বাদে ২০১৩ সালের ডিসেম্বরে আসে ‘ধুম থ্রি’। তিনটি সিনেমাই ভালো ব্যবসা করে। এর মাধ্যমে বদলে গিয়েছিল হিন্দি অ্যাকশন সিনেমার প্রচলিত গল্প বলার ধরণ।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :