টেস্টে শেষ দেখায় সাকিবকে কোহলির বিশেষ উপহার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৪, ১৮:১৫

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের পড়ন্ত বেলায় বাংলাদেশের বড় পোস্টারবয় সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে ফেলেছেন ফরম্যাটটিতে নিজের শেষ ম্যাচ। এই মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন সাকিব আল হাসান।

বিদেশের মাটিতে কানপুর টেস্টই তার সাদা পোশাকে শেষ ম্যাচ, ভারতের বিপক্ষেও শেষ টেস্ট। সাদা পোশাকে শেষ দেখায় তাই সাকিবকে শুভকামনা জানিয়ে বিশেষ উপহার দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য দুই দলের ক্রিকেটার জটলা পাকিয়ে দাঁড়ান বাউন্ডারি লাইনের কাছে। তখনও ব্যাট হাতে ছুটছেন কোহলি, পরে দেখা যায় সেটি তিনি এনেছেন সাকিবের জন্য। পরে নিজের ব্যাটটি বিদায়ী স্মারক হিসেবে সাকিবের হাতে তুলে দেন। বন্ধুর মতো কাঁধে হাত রেখে কিছু কথাও বলেন ভারতীয় মাস্টার ব্লাস্টার। হয়তো ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন সাকিবকে, বাংলাদেশি তারকাও সহাস্যে তার জবাব দেন।

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে স্বাগতিক ভারত। যেখানে বাজের ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়ে নাজমুল হোসেন শান্ত’র দল মাত্র ৯৫ রানের লক্ষ্য দিয়েছিল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাটিং শুরু করে ৫২ রানে পিছিয়ে থেকে, এরপর অলআউট হওয়ার আগে তোলে ১৪৬ রান। ফলে ৯৫ রানের মামুলি লক্ষ্য ভারত আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১৭.২ রানে পেরিয়ে যায়।

ভারত আগেই চেন্নাই টেস্টে জিতে সিরিজে এগিয়ে ছিল। ফলে কানপুর টেস্ট ড্র করলেও তাদের সিরিজ জয় নিশ্চিত হয়ে যেত। তবে তাদের লক্ষ্য যে আরও বড়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার পথ সহজ করতে হলে রোহিত শর্মাদের জিততেই হতো। অথচ এর আগে আড়াইদিন বৃষ্টি ও মাঠের দুর্বল ব্যবস্থাপনার কারণে খেলাই হয়নি। কিন্তু দুইদিনেই বাংলাদেশকে হারানোর জন্য আগ্রাসী ব্যাট চালিয়েছেন ভারতীয় ব্যাটাররা। প্রথম ইনিংসে তারা ৮.২২ রানরেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে।

বাংলাদেশি ব্যাটাররা তাদের দেওয়া লিড পেরোনোর আগেই দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারায়। শেষ পর্যন্ত দাঁড় করায় ৯৫ রানের মামুলি লক্ষ্য। যশস্বী জয়সওয়ালের ফিফটি এবং কোহলির ২৯ রানের সুবাদে তারা সেটি সহজেই পেরিয়ে যায়।

এদিকে, নিজের সম্ভাব্য শেষ টেস্টে ব্যাট হাতে কিছু দেখাতে পারেননি সাকিব। দুই ইনিংসে আউট হয়ে যান যথাক্রমে ৯ ও ০ রানে। তবে বল হাতে প্রথম ইনিংসে দেখিয়েছেন ঝলক, শিকার করেন ৪ উইকেট।

আপাতত সাকিবের বিশ্রাম। যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর মাঠে নামার সুযোগ না পান তবে এই এলিট ফরম্যাটে ৪৬০৯ রান এবং ২৪৬ উইকেট নিয়ে বিদায় নিচ্ছেন তিনি। সে ক্ষেত্রে মাত্র ৪ উইকেটের জন্য সাড়ে ৪ হাজার রান এবং ২৫০ উইকেটের ডাবলস অর্জনকারীদের সংক্ষিপ্ত তালিকায় নাম লেখাতে না পারার আক্ষেপ নিয়েই বিদায় নিতে হচ্ছে সাকিবকে।

(ঢাকাটাইমস/০১ অক্টোবর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ক্রিকেটারদের ধরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

স্বাধীনভাবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন শামসি

রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামার আগেই দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে

৩ ভাইকে সঙ্গে নিয়ে বিয়ের পিঁড়িতে রশিদ খান

দেশের মাটিতেই শেষ টেস্ট খেলবেন সাকিব, চাওয়া আসিফের

এক দশক পর বিশ্বকাপে বাংলাদেশের জয়, যা বললেন অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে জয় পেল বাংলাদেশের মেয়েরা

ইউআইটিএস ইন্টার-ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, শিরোপা ইংলিশ ফ্যালকনের

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে মিরাজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :