নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৪, ১০:২৫
অ- অ+

গ্রেপ্তার হয়েছেন নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আওয়াল শাওন। মঙ্গলবার রাতে ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুদ্দিন। তিনি জানান, বুধবার সকালে শাওনকে নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহানেওয়াজ জানান, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতার ঘটনায় শাওনের বিরুদ্ধে দুটি মামলা হয়। সেই মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

নেত্রকোনা জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ হওয়ার আগেই গত ৩০ জুলাই সেটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্র সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা