হত্যা মামলায় সাবেক সংরক্ষিত মহিলা এমপি রোজী দুই দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৬:৫৭ | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৪, ১৬:৩৩

রাজধানীর বাড্ডা এলাকায় সিরাজুল বেপারী গুলিতে নিহত হওয়ার হত্যা মামলায় সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ড. ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক নাজমুল হুদা আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আর আসামি পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২ অক্টোবর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে মো. সিরাজুল বেপারী অংশ নেন। ওই সময়ে মিছিলটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের ওপর গুলি চালায়। এতে অজ্ঞাতনামা আসামিদের ছোড়া ৩টি গুলিতে মুহূর্তেই লুটিয়ে পড়েন সিরাজুল বেপারী।

ওই ঘটনায় গত ১ সেপ্টেম্বর তার খালাতো ভাই হাসিবুল হাসান লাভলু বাদী হয়ে শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় ৪৬ নাম্বার এজাহারনামীয় আসামি মাসুদা সিদ্দিক রোজী।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/আরজেড/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ড. ইউনূসের ছয় প্রতিষ্ঠানে ভাঙচুর, ১৯ জনের বিরুদ্ধে মামলা

গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানি অনুষ্ঠিত, আদেশ সোমবার

হত্যাচেষ্টা মামলা: রিমান্ড শেষে কারাগারে শমী-তাপস

সরকারি খরচে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে ২৮ হাজার মানুষকে আইনি সহায়তা

আদালতে ‘আমুর আইনজীবী’কে মারধরের ঘটনা সাজানো: পাবলিক প্রসিকিউটর

আদালতে হট্টগোল, আইনজীবীকে মারধর, ‘এই পরিবেশ’ নিয়ে যা বললেন আমু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন

হত্যা মামলায় ৬ দিনের রিমান্ডে আমির হোসেন আমু

২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের রিভিউ শুনবেন আপিল বিভাগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :