ত্রাণ কার্যক্রমে শেরপুর জেলা বৈষম্যের শিকার, অভিযোগ উন্নয়ন সংগ্রাম পরিষদের

শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৭:৫১ | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৪, ১৭:৪৬
শুক্রবার শেরপুরের ঝিনাইগাতী

বন্যা দুর্গতদের ত্রাণ কার্যক্রমে শেরপুর জেলাবাসী বৈষম্যের শিকার হচ্ছে বলে অভিযোগ করছেন শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।

বন্যার্তদের সহযোগিতায় সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান ও ধনাঢ্য ব্যক্তিবর্গকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন আহমেদ ও যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির) বলেন, ‘গত দুদিনে বন্যায় এ পর্যন্ত প্রাণহানি হয়েছে তিনজনের। এখন পর্যন্ত সরকারি বেসরকারি পর্যায়ে মানুষকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে লক্ষণীয় কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। আমরা উন্নয়নে উপেক্ষিত আবার বন্যা দুর্গতদের সহযোগিতা প্রদানেও বৈষম্যের শিকার হচ্ছি।’

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা আরও বলেন, শেরপুর জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী, নালিতাবাড়ী উপজেলার প্রায় দেড় শতাধিক গ্রাম প্লাবিত হয়ে গেছে। প্রায় তিন লক্ষ নাগরিক চরম অমানবিকতার মধ্যে দিন যাপন করছে। মানবেতর জীবন যাপন করছেন বন্যায় প্লাবিত অসহায় মানুষ। ফসল আবাদের এবং গবাদি পশু বিলীন হয়ে গেছে বন্যায়। পর্যাপ্ত নৌকা এবং খাদ্য সামগ্রী না থাকায় আটকে পড়ে আছে হাজারো মানুষ।

এ অবস্থায় সরকারি সহায়তা সামান্য কিছু থাকলেও বেসরকারি পর্যায়ে কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। এমতাবস্থায় দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য তারা বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।

সামাজিক এই সংগঠনের নেতৃবৃন্দ সরকারের ত্রাণ কার্যক্রমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে সহযোগিতার পাশাপাশি সেনা, নৌ এবং বিভিন্ন বাহিনীকে যুক্ত করার অনুরোধ করেন।

(ঢাকাটাইমস/০৫অক্টোবর/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

আসিফ নজরুলকে হেনস্তাকারী শ্যামলের শাস্তি চান টাঙ্গাইলবাসী, রবিবার অবস্থান কর্মসূচি

মুজিব ও ফ্যাসিবাদের সংবিধান মুছে ফেলতে হবে: আবদুল হান্নান মাসুদ 

কুমিল্লায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

রসিকের অস্থায়ী কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন 

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেল আরোহী নিহত

আলফাডাঙ্গায় আশ্রয়ণ-২ প্রকল্পে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

১৫ বছর পর রাজবাড়ীতে জামায়াতের রুকন সম্মেলন

রাবিতে 'ছাত্ররাজনীতি সংস্কার' বিষয়ে মতবিনিময় সভা

সাতক্ষীরা সীমান্তে ৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

এই বিভাগের সব খবর

শিরোনাম :