বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা, বুধবার থেকে মনোনয়নপত্র সংগ্রহ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (৭ অক্টোবর) দুপুরের দিকে বাফুফের নির্বাচনের তফসিল ঘোষণা করে মেসবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৯, ১০ ও ১২ অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। এরপর ২০ অক্টোবর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
সভাপতি পদে ১ লাখ, সিনিয়র সহ-সভাপতি পদে ৭৫ হাজার, সহ-সভাপতি পদে ৫০ হাজার ও সদস্য পদে মনোনয়ন পত্রের মূল্য ২৫ হাজার। ১১ অক্টোবর পূজা উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় সেদিন নির্বাচন সংক্রান্ত কার্যক্রম বন্ধ।
মনোনয়নপত্র জমাদানের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ও ১৫ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর যাচাই-বাছাই করা হবে। আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে গতকাল নির্বাচন কমিশন প্রথম সভা করে। সেই সভায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এবং সুরাইয়া আক্তার জাহান। এর আগে টানা পাঁচটি বাফুফে নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন মেসবাহ উদ্দিন।
বাফুফের গত চার নির্বাচনেই সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাহউদ্দিন। তবে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না দেশের এই কিংবদন্তি ফুটবলার।
এর আগে বাফুফের নির্বাহী কমিটির বৈঠকে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়। এবার নির্বাচন হবে ১৩৩ ভোটের। যদিও ১৩৭ ডেলিগেটের নাম জমা পড়ে বাফুফেতে। কিন্তু অভিযোগ থাকায় বাদ পড়ে ফেনী, শেরপুর, গোপালগঞ্জ ও লালমনিরহাট জেলা।
নিয়ম অনুযায়ী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি ২১ জনের। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, ৪ জন সহ-সভাপতি ও ১৫ জন নির্বাহী সদস্য মনোনীত কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন।
(ঢাকাটাইমস/০৭ অক্টোবর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন