ব্যাটে-বলে দুর্দান্ত সাকিবেও জিতলো না লস অ্যাঞ্জেলস

অবশেষে ব্যাটে-বলে দুর্দান্ত এক সাকিবকে দেখলো ক্রিকেটপ্রেমীরা। অনেকদিন ধরেই ব্যাট কিংবা বল হাতে জ্বলে উঠতে ব্যর্থ হচ্ছেন তিনি। জাতীয় দলের খেলা শেষে সাকিব এখন ব্যস্ত রয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল)। তবে সেখানেও নিজের প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন তিনি।
টি-টেন ফরম্যাটের এই টুর্নামেন্টে ওই ম্যাচে তার দল লস অ্যাঞ্জেলস ওয়েভসও হেরে গিয়েছিল ১৯ রানে। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে নিজের জাদু দেখিয়েছেন সাকিব। কিন্তু উজ্জ্বল সাকিবেও হার এড়াতে পারলো না লস অ্যাঞ্জেলস।
ডালাসে রবিবার আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটে ১২৬ রান করে লস অ্যাঞ্জেলস। জবাবে ব্যাট করতে নেমে ৭ বল আর ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ফেলে প্রতিপক্ষ টেক্সাস গ্ল্যাডিয়েটর্স।
এই ম্যাচে চতুর্থ উইকেটে ২৯ বলে ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটি করেন সাকিব ও টিম ডেভিড। দুর্দান্ত এই জুটিতে অধিনায়ক সাকিবের অবদান ১১ বলে ২০ রানের (৩ চার ১ ছক্কা)। মূলত অপরপ্রান্তে দাঁড়ানো টিম ডেভিডের ব্যাটেই জুটিটি পেয়েছে লস অ্যাঞ্জেলস।টিম ডেভিড ২০ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ১ চারের সঙ্গে হাঁকান ৭ ছক্কা।
জবাব দিতে নেমে ৮.৫ ওভারে ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় টেক্সাস গ্ল্যাডিয়েটর্স। ১০ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের দিকে নিয়ে কাছাকাছি নিয়ে যান জেমস ফুলার। হাঁকান ১ চার ও ৫ ছক্কা। ডেভিড মালান খেলেন ১৬ বলে ৩৮ রানের ইনিংস। ১০ বলে ২৬ রান করেন নিক কেলি।
লস অ্যাঞ্জেলসের হয়ে ৩ ওভার বল করে ৩৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেন সাকিব। টাইগার অলরাউন্ডারে শিকার হয়ে সাজঘরে ফেরত যান দুই মারকুটে ডেভিড মালান ও নিক কেলি।
(ঢাকাটাইমস/০৭ অক্টোবর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন