বিদেশের মাটিতে টুর্নামেন্ট খেলতে যাবে বিপিএলের দল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইসন
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৪, ১১:৫৯
অ- অ+

একটা সময় বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে মাঠে গড়াতো চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। ২০১৪ সালে সবশেষ অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট। তবে খুশির খবর হলো এবার একই ধরনের আরেকটি টুর্নামেন্ট নিয়ে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। সে টুর্নামেন্টে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলও।

ওয়েস্ট ইন্ডিজের গ্লোবাল সুপার লিগ শুরু হবে চলতি বছরের ২৬ নভেম্বর। আর এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। পাঁচটি দেশের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ থেকে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স অংশ নেবে টুর্নামেন্টে। এছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ থেকেও একটি করে দল সুযোগ পাচ্ছে খেলার।

বাংলাদেশ থেকে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সুযোগ ছিল খেলার। তবে তারা কিছুদিন আগে অল্প সময়ের মধ্যে দল গোছাতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। রানার্সআপ কুমিল্লা ভিক্টোরিয়ান্স আসন্ন মৌসুমের বিপিএলেও খেলবে না। ফলে সেমিফাইনালিস্ট রংপুর রাইডার্সের সামনে এসেছে সুযোগ।

সোমবার (৭ অক্টোবর) মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ এই টুর্নামেন্টে বাংলাদেশি দলের অংশগ্রহণের কথা নিশ্চিত করে বলেন, ‘গ্লোবাল সুপার লিগ, পাঁচটা দল নিয়ে খেলা হবে এবং ৫ টা দেশ থেকে আসবে। বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকে আসবে। আমাদেরকে যাওয়ার অফার করেছে।'

‘আমরা প্রথমে গত বছরের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে অফার করেছিলাম। তারা যেতে অপারগতা জানিয়েছে। তারপর আমরা আরেকটা সেমিফাইনালিস্ট দলকে দায়িত্ব দিয়েছি তারা যাবে যদি সব কিছু ঠিক থাকে। গত আসরের সেমিফাইনালিস্ট রংপুর রাইডার্স, তাদের যাওয়ার সম্ভাবনা আছে’-যোগ করেন ফারুক।

(ঢাকাটাইমস/০৮ অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুবদলের মালয়েশিয়ার জহুরবারু শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ রুদ্ধদ্বার আলোচনা
শান্ত আছে, মিরাজ নেই: যা বললেন লিপু
আওয়ামী লীগের প্রতি সরকারের সহমর্মিতা বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা